01717292579
rangpurmodelcollege@gmail.com
Chairman
শিক্ষাই জাতির মেরুদন্ড। শিক্ষা ব্যতিত কোন জাতীই উন্নতি লাভ করতে পারে না। মানসম্পন্ন শিক্ষা বিস্তারের লক্ষ্যে রংপুর মডেল কলেজ ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয়ে খুব দ্রুততার সাথে রাজশাহী শিক্ষাবোর্ড থেকে একাডেমিক স্বীকৃতি লাভের মাধ্যমে শিক্ষা কার্যক্রম শুরু করে ১৯৯৬ সালে এমপিও ভুক্ত হয়।
Read Moreশিক্ষাই জাতির মেরুদন্ড। শিক্ষা ব্যতিত কোন জাতীই উন্নতি লাভ করতে পারে না। মানসম্পন্ন শিক্ষা বিস্তারের লক্ষ্যে রংপুর মডেল কলেজ ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয়ে খুব দ্রুততার সাথে রাজশাহী শিক্ষাবোর্ড থেকে একাডেমিক স্বীকৃতি লাভের মাধ্যমে শিক্ষা কার্যক্রম শুরু করে ১৯৯৬ সালে এমপিও ভুক্ত হয়। ১৯৯৮ সালে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক ডিগ্রী (পাস) কোর্সে অধিভুক্তি প্রাপ্ত হয়। ২০০২ সলে একাডেমিক ভবন- ১ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কর্তৃক নির্মিত হয়। ২০০৫ সালে মাউসি কর্তৃক ¯œাতক (পাস) পর্যায়ে এমপিও কোড প্রাপ্ত হয়। বর্তমান সভাপতি মহোদয় ২০১০ সালে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক মনোনিত হলে তার নির্দেশনায় ২০১১-১২ শিক্ষাবর্ষে ¯œাতক(পাস) কোর্সে বিবিএ ও বি এসসি কোর্স এবং ¯œাতক (সম্মান) কোর্স চালু হয়। কলেজের নিজস্ব তহবিল থেকে অনার্স ভবন নির্মান করা হয় এবং বর্তমানে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক একাডেমিক ভবন- ২ নির্মানাধীন আছে। এ ছাড়াও কলেজ গেট নির্মান, জমি ক্রয় ও আসবাবপত্র তৈরী করে কলেজকে সমৃদ্ধ করা হয়েছে। ২০১৬-১৭ শিক্ষা বর্ষে ¯œাতক (সম্মান) কোর্সে হিসাববিজ্ঞান ও ব্যবস্থাপনা বিষয় দুটি জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক অধিভুক্তি লাভ করে। বর্তমানে উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় ২২টি বিষয়, ¯œাতক (পাস) (বিএ/বিএসএস/বি এসসি/বিবিএস) কোর্সে ১৯টি বিষয়ে এবং ¯œাতক (সম্মান) কোর্সে বাংলা, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, ব্যবস্থাপনা ও হিসাববিজ্ঞান বিষয়ে পাঠদান করা হচ্ছে। ¯œাতক (পাস) কোর্সে পাঠদানকৃত সকল বিষয়ে অনার্স ও মাষ্টার্স কোর্স চালু করার পরিকল্পনা আমাদের আছে। তথ্য প্রযুক্তির এই যুগে আমি বিশ্বাস করি ‘তথ্যই শক্তি-ওহভড়ৎসধঃরড়হ রং ঢ়ড়বিৎ’। তাই ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তথ্য প্রযুক্তির মাহাসড়কে যুক্ত হয়ে আমরা এগিয়ে যেতে চাই। আমি আশাবাদি অত্র কলেজের সভাপতি ও মাননীয় প্রতিমন্ত্রীর নির্দেশনায়, গভর্ণিং বডির নিবিড় তত্ত্বাবধানে ও শিক্ষক-কর্মচারীগণের অক্লান্ত পরিশ্রমে কলেজটি রংপুর মহানগরে একটি অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে মাথা উঁচু করে দাঁড়াবে ইনশাআল্লাহ্ ।
মোঃ মোখলেসুর রহমান
অধ্যক্ষ
রংপুর মডেল কলেজ
রংপুর।
Rangpur Model College
UP
copyright © 2021 - All Rights Reserved- Rangpur Model College, Rangpur
Developed by ZS Technologies