01717292579
rangpurmodelcollege@gmail.com
ভর্তি পদ্ধতি:
উচ্চ মাধ্যমিক: শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ড প্রদত্ত ভর্তির নীতিমালা অনুযায়ী একাদশ শ্রেণিতে প্রতি বছর বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগে নিম্নবর্ণিত জিপিএ (এচঅ) অনুযায়ী নির্ধারিত আসন সংখ্যায় ছাত্র-ছাত্রী ভর্তি করা হয়।
আসন সংখ্যা:
দিনাজপুর বোর্ড কর্তৃক নির্ধারিত আসন সংখ্যা
ক্রমিক নং উচ্চ মাধ্যমিক আসন নূন্যতম (এচঅ)
১. বিজ্ঞান ১৭৫ জন ৩.৫
২. ব্যবসায় শিক্ষা ১৫০ জন ৩.০
৩. মানবিক ২০০ জন ৩.০
বি:দ্র: আসন সংখ্যা সীমিত হওয়ায় মনোবিজ্ঞান, কৃষি শিক্ষা, সমাজ বিজ্ঞান বিষয়ে পড়তে ইচ্ছুক ছাত্র-ছাত্রীদের মেধানুসারে অগ্রাধিকার ভিত্তিতে বাছাই ও ভর্তি করা হয়।
উচ্চ মাধ্যমিক শিক্ষা পাঠ্যক্রম:
প্রতিষ্ঠানটিতে দিনাজপুর শিক্ষা বোর্ড কর্তৃক নির্ধারিত শিক্ষা পাঠ্যক্রম ও পাঠ্যসূচী অনুসারে উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষাদান করা হয়। ইংরেজি ভাষায় পারদর্শিতা অর্জন ও কম্পিউটার-এ দক্ষতা বৃদ্ধির জন্য প্রাত্যহিক সময়সূচি বর্হিভূত সময়ে আগ্রহী ছাত্র-ছাত্রীদের জন্য কম্পিউটার ও ইংরেজি শিক্ষাদান করা হয় ।
উচ্চ মাধ্যমিক শিক্ষাকার্যক্রম: (বিজ্ঞান শাখা)
আবশ্যিক বিষয় নৈর্ব্যাচনিক ও ঐচ্ছিক বিষয়
বাংলা
ইংরেজি
আইসিটি (ওঈঞ) ক-গুচ্ছ: পদার্থ বিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, গণিত/জীব বিজ্ঞান
খ-গুচ্ছ: গণিত/পরিসংখ্যান/মনোবিজ্ঞান/জীববিজ্ঞান/ কম্পিউটার শিক্ষা/কৃষি শিক্ষা/ ভূগোল।
উচ্চ মাধ্যমিক শিক্ষাকার্যক্রম: (ব্যবসায় শিক্ষা)
আবশ্যিক বিষয় নৈর্ব্যাচনিক ও ঐচ্ছিক বিষয়
বাংলা
ইংরেজি
আইসিটি (ওঈঞ) ক-গুচ্ছ: ব্যবসায়নীতি ও প্রয়োগ ও হিসাব বিজ্ঞান
খ-গুচ্ছ: ব্যবসায় উদ্যোগ ও ব্যবহারিক ব্যবস্থাপনা, অর্থনীতি ও বাণিজ্যিক ভূগোল,
কম্পিউটার শিক্ষা/কৃষি শিক্ষা, পরিসংখ্যান।
উচ্চ মাধ্যমিক শিক্ষাকার্যক্রম: (মানবিক শাখা)
আবশ্যিক বিষয় নৈর্ব্যাচনিক ও ঐচ্ছিক বিষয়
বাংলা
ইংরেজি
আইসিটি (ওঈঞ) ক-গুচ্ছ: অর্থনীতি, পৌরনীতি, সমাজ বিজ্ঞান, ইতিহাস/ইসলামের ইতিহাস
খ-গুচ্ছ: মনোবিজ্ঞান, পরিসংখ্যান, কম্পিউটার শিক্ষা/কৃষি শিক্ষা/ভূগোল, যুক্তিবিদ্যা, সমাজ বিজ্ঞান, ইসলামের ইতিহাস/ ইতিহাস, ইসলাম শিক্ষা এবং গণিত।
নম্বর বণ্ঠন: সকল শাখার জন্য
ক্রমিক নং বিষয়ের নাম নম্বর
১. আবশ্যিক ২০০+২০০+১০০=৫০০ নম্বর
২. নৈর্ব্যাচনিক ২০০ দ্ধ ৩ =৬০০ নম্বর
৩. ঐচ্ছিক ২০০ নম্বর
মোট = ১৩০০ নম্বর
উল্লেখ্য যে, ঐচ্ছিক বিষয়সমূহে আসন সংখ্যা ৬০টি। আগে আসলে আগে পাবে এই ভিত্তিতে ঐচ্ছিক বিষয় সমূহের আসন বণ্ঠন করা হয়।
পাঠ তত্ত্বাবধান ও মেধা পরিচর্যা
শিক্ষার্থীদের মেধা পরিচর্যার লক্ষ্যে প্রতিষ্ঠানটিতে প্রতি সেশনে চারটি পর্বে পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে। এছাড়াও শিক্ষার্থীদের পাঠে মনোনিবেশ করার লক্ষ্যে সকল বিষয়ের প্রতিটি পত্রে ৪টি করে টিউটোরিয়াল পরীক্ষা গ্রহণ করা হয় । প্রত্যেক পরীক্ষায় ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী ছাত্র-ছাত্রীদের পুরস্কৃত করা হয়। একাদশ থেকে দ্বাদশ শ্রেণিতে উত্তীর্ণের ক্ষেত্রে তত্ত্বীয়, ব্যবহারিক ও টিউটোরিয়াল পরীক্ষা সমূহে পৃথকভাবে পাস করা বাধ্যতামূলক। প্রতিষ্ঠালগ্ন থেকে ১২ (বার) পত্রের নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হয়। নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ না হলে বোর্ড পরীক্ষার ফরম পূরণের অনুমতি দেওয়া হয় না।
পরীক্ষা সমূহ (উচ্চ মাধ্যমিক)
টিউটেরিয়াল পরীক্ষা: মাসে কমপক্ষে একটি টিউটোরিয়াল পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং প্রতি বিষয়ে দুটি করে টিউটেরিয়াল পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার মান-২০। টিউটোরিয়াল পরীক্ষায় প্রাপ্ত নম্বর ও সাময়িক পরীক্ষায় প্রাপ্ত নম্বর এর সহিত যোগ করে ফলাফল প্রকাশ করা হবে। টিউটোরিয়াল পরীক্ষায় কোন বিষয় অকৃতকার্য হলে সংশ্লিষ্ট বিষয়ে অকৃতকার্য বলে বিবেচিত হবে।
একাদশ শ্র্রণেীর সাময়িক পরীক্ষা:
সাময়িক পরীক্ষার সম্ভাব্য সময়:-নভেম্বর মাস।
(ক) প্রতি বিষয়ে পূর্ণমান-৭৫/৮০।
(খ) টিউটোরিয়াল পরীক্ষা-২৫/২০।
(গ) সময়-৩ ঘন্টা।
(ঘ) প্রতি বিষয়ে দুটি করে টিউটেরিয়াল পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার মান-২০।
উচ্চ মাধ্যমিক পরীক্ষা (সাময়িক):
ক্রঃ নং পরীক্ষার নাম লিখিত পরীক্ষা টিউটোরিয়াল মোট
১. ব্যবহারিক বিষয় সমূহ ৭৫ ২৫ ১০০
২. ব্যবহারিক বিহীন বিষয় সমূহ ৮০ ২০ ১০০
একাদশ শ্র্রণেীর বার্ষিক পরীক্ষা:
বার্ষিক পরীক্ষার সম্ভাব্য সময়: -এপ্রিল মাস।
(ক) প্রতি বিষয়ে পূর্ণমান-৭৫/১০০
(খ) ব্যবহারিক পরীক্ষা-২৫
(গ) সময়-৩ ঘন্টা।
ক্রঃ নং পরীক্ষার নাম লিখিত পরীক্ষা ব্যবহারিক মোট
১. ব্যবহারিক বিষয় সমূহ ৭৫ ২৫ ১০০
২. ব্যবহারিক বিহীন বিষয় সমূহ ১০০ ১০০
উল্লেখ্য যে, সাময়িক পরীক্ষা ও বার্ষিক পরীক্ষায় প্রাপ্ত জিপিএ গড় করে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।
দ্বাদশ শ্র্রণেীর প্রাক-নির্বাচনী পরীক্ষা:
প্রাক-নির্বাচনী পরীক্ষার: সম্ভাব্য সময়-জুলাই মাস।
(ক) প্রতি বিষয়ে পূর্ণমান-৭৫/৮০।
(খ) টিউটোরিয়াল পরীক্ষা-২৫/২০।
(গ) সময়-৩ ঘন্টা।
(ঘ) প্রতি বিষয়ে দুটি করে টিউটেরিয়াল পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার মান-২০।
উচ্চ মাধ্যমিক পরীক্ষা (প্রাক-নির্বাচনী):
ক্রঃ নং পরীক্ষার নাম লিখিত পরীক্ষা টিউটোরিয়াল মোট
১. ব্যবহারিক বিষয় সমূহ ৭৫ ২৫ ১০০
২. ব্যবহারিক বিহীন বিষয় সমূহ ৮০ ২০ ১০০
দ্বাদশ শ্র্রণেীর নির্বাচনী পরীক্ষা:
নির্বাচনী পরীক্ষার সম্ভাব্য সময়-নভেম্বর-ডিসেম্বর মাস।
(ক) প্রতি বিষয়ে পূর্ণমান-৭৫/১০০।
(খ) ব্যবহারিক পরীক্ষা-২৫।
(গ) সময়-৩ ঘন্টা।
(ঘ) প্রতি বিষয়ে মাসিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার মান-৩০।
ক্রঃ নং পরীক্ষার নাম লিখিত পরীক্ষা ব্যবহারিক মোট
১. ব্যবহারিক বিষয় সমূহ ৭৫ ২৫ ১০০
২. ব্যবহারিক বিহীন বিষয় সমূহ ১০০ - ১০০
উল্লেখ্য যে, প্রাক-নির্বাচনী পরীক্ষা ও নির্বাচনী পরীক্ষায় প্রাপ্ত জিপিএ গড় করে নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।
নম্বর বণ্ঠন: সকল শাখার জন্য-
ক্র: নং শাখার নাম সৃজনশীল বহুনির্বাচনী ব্যবহারিক মোট
১. ব্যবহারিক বিষয় সমূহ ৫০ ২৫ ২৫ ১০০
২. ব্যবহারিক বিহীন বিষয় সমূহ ৭০ ৩০ ১০০
কলেজ ইউনিফর্ম নির্দেশিকা:
ছাত্রদের জন্য (ক) সাদা ফুল সার্ট (এক পকেট বামে)
(খ) নেভি ব্লু প্যান্ট (কালো রং-এর মাত্রা বেশী থাকবে)
(গ) টাই (নেভি ব্লু)
(ঘ) কালো জুতা (ফিতা যুক্ত)
ছাত্রীদের জন্য (ক) আকাশী রং-এর কামিজ (কলার যুক্ত) ও বন্ধনী
(খ) সাদা সেলোয়ার
(গ) সাদা ওড়না ও স্কার্ফ
(ঘ) সাদা জুতা
(ঙ) সাদা এপ্রোন
ইউনিফর্ম পরিধান করে ক্লাসে উপস্থিতি প্রত্যেক ছাত্র-ছাত্রীর জন্য বাধ্যতামূলক।
পরিচয় পত্র: ছাত্র-ছাত্রীদের জন্য বাধ্যতামূলক পরিচয়পত্রের ব্যবস্থা রয়েছে। ইউনিফর্মের সাথে এই পরিচয়পত্র ছাত্র-ছাত্রীদেরকে কলেজে অবস্থানকালীন ও যাতায়াত পথে সংগে রাখতে হবে।
কলেজ লাইব্রেরী: অত্র কলেজের একটি কেন্দ্রীয় লাইব্রেরী আছে। সেখানে পাঠ্যক্রম বিষয়ক বই পত্র ছাড়াও অন্যান্য বিষয়ের অনেক বই আছে। প্রতি বছরই নতুন নতুন বই ক্রয় করে লাইব্রেরীটিকে সমৃদ্ধ করা হচ্ছে। ছাত্র-ছাত্রীরা লাইব্রেরী কার্ডের মাধ্যমে নির্দিষ্ট সময়ের জন্য বই ইস্যু করে নিতে পারে। সেখানে অবসর সময়ে ছাত্র-ছাত্রীদের পড়াশুনার ব্যবস্থা আছে।
বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি: বিজ্ঞান মানব জীবনের অবিচ্ছেদ্য অংশ। বর্তমান শতাব্দীতে আধুনিক বিশ্বে বিজ্ঞান ও প্রযুক্তির প্রতিযোগিতায় রংপুর মডেল কলেজও পিছিয়ে নেই। প্রতিষ্ঠালগ্ন থেকে প্রতি বছর জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে অত্র কলেজের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে কৃতিত্বে স্বাক্ষর অব্যাহত রাখছে।
একাডেমিক ক্যালেন্ডার: একাডেমিক পাঠ্যক্রম, পরীক্ষা সহ বিভিন্ন তথ্যাদি, দিবস উদযাপন একাডেমিক ক্যালেন্ডারের মাধ্যমে জানা যাবে। একাদ্বশ শ্রেণিতে ভর্তির সময় প্রতিটি ছাত্র-ছাত্রীকে একাডেমিক ক্যালেন্ডার সরবরাহ করা হয়।
সহ-পাঠ্যক্রম: নির্ধারিত পাঠ্যক্রম ছাড়াও লেখাপড়ার পাশাপাশি শরীর চর্চা ও খেলাধুলা সহ শিক্ষার্থীদের সংযমী, স্বাবলম্বী ও আত্মপ্রত্যয়ী করে গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন সহপাঠ্যক্রম কার্যাবলী প্রতিষ্ঠানের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য।
সাংস্কৃতিক অঙ্গনে পদচারণা: সংস্কৃতি জাতিকে নিজস্ব পরিচয় গৌরবান্বিত করে তোলে। ছাত্র-ছাত্রীরা নিজেদের সংস্কৃতির সাথে পরিচিত হয়ে তা চর্চার মাধ্যমে নিজেদের মন ও মননের বিকাশ ঘটাতে পারে সেজন্য অত্র কলেজ, হাম্দ, নাত, কেরাত, সংগীত ও বিতর্ক প্রতিযোগিতা, অভিনয়, নাটক ইত্যাদি অনুষ্ঠানের ব্যবস্থা করে থাকে। তারই ধারাবাহিকতায় প্রতি বছরই ‘জাতীয় শিক্ষা ও সংস্কৃতিক সপ্তাহ’ উদযাপন অত্র কলেজের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে কৃতিত্বের স্বাক্ষর অব্যাহত রেখেছে। তাছাড়া প্রতি বছর কলেজ থেকে অভ্যন্তরীণভাবে সংস্কৃতিক সপ্তাহ উদযাপন ও দেয়ালিকা প্রকাশ করা হয়ে থাকে।
খেলাধুলা: সুস্থ দেহে সুস্থ মনের আবাসস্থল। দেহকে সুস্থ, কর্মক্ষম, প্রাণ প্রাচুর্যপূর্ণ এবং পড়ালেখায় মনোনিবেশের জন্য খেলাধুলার গুরুত্ব অপরিসীম। খেলাধুলার এসব গুরুত্বের কথা বিবেচনা করে অত্র কলেজ অভ্যন্তরীণ ক্রীড়া, ফুটবল প্রতিযোগিতা, ক্রিকেট টুর্নামেন্ট ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে থাকে।
রোভার স্কাউটস: রোভার স্কাউট এর নিয়মিত কার্যক্রম চালু আছে। এছাড়াও প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা, সেনিটেশন সপ্তাহ, বৃক্ষরোপণ অভিযান, সবার জন্য শিক্ষাসহ বিভিন্ন সামাজিক কার্যক্রমে ছঅত্র-ছাত্রীদের অংশগ্রহণে উদ্বুদ্ধ করার লক্ষ্যে সেমিনারের আয়োজন করা হয়।
প্রতিষ্ঠানের নিয়ম-শৃঙ্খলা:
ক্স প্রত্যেক ছাত্র-ছাত্রীকে নিয়মিতভাবে যথাসময়ে ক্লাসে উপস্থিত হতে হবে।
ক্স মোট কার্যদিবসের কমপক্ষে ৭৫% ক্লাসে উপস্থিতি থাকতে হবে।
ক্স ক্লাস চলাকালীন সমযে বিনা অনুমতিতে কলেজ চত্বরের বাহিরে যাওয়া প্রত্যেক ছাত্র-ছাত্রীদের জন্য নিষিদ্ধ।
ক্স ইউনিফর্ম পরিধান করে ক্লাসে উপস্থিতি বাধ্যতামূলক।
ক্স টিউটোরিয়াল, সাময়িক ও অন্যান্য পরীক্ষায় অনুপস্থিতি শৃংখলা পরিপন্থি বলে বিবেচিত হবে।
ক্স ধুমপান ও ছাত্র রাজনীতি সম্পূর্ণ নিষিদ্ধ।
ক্স মুসলমান ছাত্র-ছাত্রীদেরকে জোহরের নামাজ কলেজের নির্ধারিত নামাজের স্থানে পড়তে হবে। শৃঙ্খলা ভংগকারী ছাত্র-ছাত্রীদের বিরুদ্ধে বিধি মোতাবেক কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
মাসিক বেতন ও অন্যান্য ফি প্রদানের নিয়ম:
অগ্রণী ব্যাংক লিঃ, রংপুর ক্যাডেট কলেজ এবং ব্যাংক এশিয়া লিঃ, রংপুর শাখায় অত্র কলেজের ক্যাশ শাখায় প্রতি ইংরেজি মাসের ১ থেকে ২০ তারিখের মধ্যে মাসিক বেতন পরিশোধ করতে হবে। নির্দিষ্ট তারিখে বেতন পরিশোধে ব্যর্থ হলে ১০/- টাকা বিলম্ব ফি সহ বেতন জমা দিতে হবে।
মাসিক বেতন ও অন্যান্য ফিসের বিবরণ
ক্রঃ নং বিবরণ উচ্চ মাধ্যমিক স্নাতক (পাস) স্নাতক (সম্মান)
১ ভর্তি ফি ২০০/=
২ মাসিক বেতন ৩০০/=
৩ গ্রন্থাগার ফি/সেমিনার ফি ১০০/=
৪ গ্রন্থাগার জামানত ১০০/=
৫ বিজ্ঞানাগার ফি ১০০/=
৬ বিজ্ঞানাগার জামানত ১০০/=
৭ পরীক্ষার ফি ২০০/৩০০/৪০০/=
৮ সেশন ফি ৪০০/=
৯ দরিদ্র তহবিল ১০০/=
১০ উন্নয়ন ফি ৫০০/=
১১ খেলাধুলা ১০০/=
১২ ম্যাগাজিন ৫০/=
১৩ কলেজ মসজিদ ৫০/=
১৪ ধর্ম ও সংস্কৃতি ৫০/=
১৫ বিশ্রামাগার ৫০/=
১৬ পরিচয়পত্র ৫০/=
১৭ চিকিৎসা ৫০/=
১৮ বিজ্ঞান ও প্রযুক্তি ৫০/=
১৯ রোভার স্কাউটস ৫০/=
২০ রেজিস্ট্রেশন ফি ১০০/=
২১ বিবিধ ২০০/=
২২ বিদ্যুৎ ও টেলিফোন ১০০/=
২৩ প্রশংসা পত্র ৫০০/=
২৪ ব্যবস্থাপনা ফি (এককালীন) ৫০০/=
বি:দ্র: ছাত্রীদের জন্য মাসিক ব্যবস্থাপনা ফি -১০০/-
ভর্তি কার্য্যক্রম: স্নাতক (পাস) কোস
প্রতি শিক্ষাবর্ষের শুরুতে স্নাতক (পাস) কোর্সের জাতীয় বিশ্ববিদ্যালয় এর কারিকুলাম অনুযায়ী মেধা ভিত্তিতে নির্ধারিত আসন সংখ্যায় ছাত্র-ছাত্রী ভর্তি করা হয়।
স্নাতক (পাস) কোর্স: জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত আসন সংখ্যা-
ক্র: নং কোর্সের নাম আসন সংখ্যা
১. বিএ ৩০০ জন
২. বিএসএস ৩০০ জন
৩. বিবিএস ৩০০ জন
৪. বিএসসি ৩০০ জন
বিএ (পাস): নৈর্বাচনিক বিষয় গুচ্ছসমূহ: ০৩ (তিন) টি গুচ্ছ থেকে ১টি করে মোট ০৩ (তিন) টি বিষয়। কোন গুচ্ছ থেকে একাধিক বিষয় নেয়া যাবে না।
আবশ্যিক বিষয় নৈর্বাচনিক ও ঐচ্ছিক বিষয়
১. স্বাধীন বাংলাদেশের অভ্যূদ্বয়ের ইতিহাস (১ম বর্ষ)
২. বাংলা জাতীয় ভাষা (২য় বর্ষ)
৩. ইংরেজি (৩য় বর্ষ) ক-গুচ্ছ: ইতিহাস/ইসলামের ইতিহাস ও সংস্কৃতি
খ-গুচ্ছ : অর্থনীতি/সমাজ বিজ্ঞান/ রাষ্ট্রবিজ্ঞান
গ-গুচ্ছ : মনোবিজ্ঞান/ইসলাম শিক্ষা
ঘ-গুচ্ছ : দর্শন
বিএসএস (পাস): নৈর্ব্যাচনিক বিষয় গুচ্ছসমূহ: ক-গুচ্ছ থেকে ০২ (দুই) টি এবং খ-গুচ্ছ থেকে যে কোন ১টি সহ মোট ০৩ (তিন) টি বিষয় নেয়া যাবে।
আবশ্যিক বিষয় নৈর্বাচনিক ও ঐচ্ছিক বিষয়
১. স্বাধীন বাংলাদেশের অভ্যূদ্বয়ের ইতিহাস (১ম বর্ষ)
২. বাংলা জাতীয় ভাষা (২য় বর্ষ)
৩. ইংরেজি (৩য় বর্ষ) ক-গুচ্ছ: অর্থনীতি/সমাজ বিজ্ঞান/ রাষ্ট্রবিজ্ঞান
খ-গুচ্ছ: মনোবিজ্ঞান/ইসলাম শিক্ষা/ ইতিহাস/ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি/দর্শন
বিবিএস (পাস): নৈর্বাচনিক বিষয় গুচ্ছসমূহ: ক-গুচ্ছ থেকে ০২ (দুই) টি এবং খ-গুচ্ছ থেকে যে কোন ১টি সহ মোট ০৩ (তিন) টি বিষয় নেয়া যাবে।
আবশ্যিক বিষয় নৈর্বাচনিক ও ঐচ্ছিক বিষয়
১. স্বাধীন বাংলাদেশের অভ্যূদ্বয়ের ইতিহাস (১ম বর্ষ)
২. বাংলা জাতীয় ভাষা (২য় বর্ষ)
৩. ইংরেজি (৩য় বর্ষ) ক-গুচ্ছ : হিসাব বিজ্ঞান ও ব্যবস্থাপনা
খ-গুচ্ছ : অর্থনীতি/পরিসংখ্যান
বিএসসি (পাস): নৈর্বাচনিক বিষয় গুচ্ছসমূহ: ক-গুচ্ছ থেকে ০২ (দুই) টি এবং খ-গুচ্ছ থেকে যে কোন ১টি সহ মোট ০৩ (তিন) টি বিষয় নেয়া যাবে। অথবা গ-গুচ্ছ থেকে ০২ (দুই) টি এবং ঘ-গুচ্ছ থেকে যে কোন ১টি সহ মোট ০৩ (তিন) টি বিষয় নেয়া যাবে।
আবশ্যিক বিষয় নৈর্বাচনিক ও ঐচ্ছিক বিষয়
১. স্বাধীন বাংলাদেশের অভ্যূদ্বয়ের ইতিহাস (১ম বর্ষ)
২. বাংলা জাতীয় ভাষা (২য় বর্ষ)
৩. ইংরেজি (৩য় বর্ষ) ক-গুচ্ছ: পদার্থ বিজ্ঞান ও গণিত
খ-গুচ্ছ: রসায়ন/মনোবিজ্ঞান/পরিসংখ্যান
/উদ্ভিদবিজ্ঞান/প্রাণিবিজ্ঞান
গ-গুচ্ছ : উদ্ভিদবিজ্ঞান/প্রাণিবিজ্ঞান
ঘ-গুচ্ছ: রসায়ন/গণিত/পদার্থবিজ্ঞান/মনোবিজ্ঞান
নম্বর বণ্ঠন: স্নাতক (পাস): সকল কোর্সের জন্য
আবশ্যিক বিষয়সমূহ (সকল কোর্সের জন্য):
বিষয়ের নাম লিখিত ইনকোর্স মোট
আবশ্যিক (প্রতি পত্র) ৮০ ২০ ১০০
নৈর্বাচনিক (৩ টি বিষয়ে ২টি পত্র করে ৩ দ্ধ ২ = ৬ পত্র) ৮০দ্ধ৬= ৪৮০ ২০দ্ধ৬= ১২০ ৬০০
মোট = ৭০০
প্রতি বছর ৭০০ নম্বরের পরীক্ষা দিতে হবে। ৩ (তিন) বছরে ৭০০ দ্ধ ৩ = ২১০০
১ম বর্ষ = ৭০০ নম্বর, ২য় বর্ষ = ৭০০ নম্বর, ৩য় বর্ষ = ৭০০ নম্বর
ভর্তির কার্য্যক্রম (স্নাতক সম্মান)
প্রতি শিক্ষাবর্ষের শুরুতে স্নাতক (সম্মান) কোর্সের জাতীয় বিশ্ববিদ্যালয় এর কারিকুলাম অনুযায়ী মেধা ভিত্তিতে নির্ধারিত আসন সংখ্যায় ছাত্র-ছাত্রী ভর্তি করা হয়।
জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত আসন সংখ্যা:
ক্র: নং বিভাগের নাম আসন সংখ্যা
১. বাংলা বিভাগ ১২০ জন
২. অর্থনীতি বিভাগ ১২০ জন
৩. সমাজবিজ্ঞান বিভাগ ১২০ জন
৪. রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ১২০ জন
৫. হিসাব বিজ্ঞান বিভাগ ১০০ জন
৬. ব্যবস্থাপনা বিভাগ ১০০ জন
UP